বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫

অটো হ্যান

অটো হ্যান - 
জন্ম-১৮৭৯
মৃত্যু -১৯৬৮ 

 অটো হ্যান ছিলেন জার্মান রসায়নবিদ। উদ্ভূত রেডিও কেমিস্ট্রি অন্যতম পথিকৃত। ১৯৪৪ সালে নোবেল পুরস্কার জেতেন অটো, নিউক্লিয়ার ফিস্যন উদ্ভাবন এর জন্য। সর্বকালের সেরা রসায়নবিদ হিসাবে তিনি পরিগণিত। নিউক্লিয়ার কেমিস্ট্রি জনক বলা হয় তাকে। 

জীবন্দসায় তার প্রাপ্ত পুরস্কার সমূহ - * ১৯১৫ সালে আইরন ক্রস (জার্মান )
                                                   * ১৯১৬ তে  জেনারেল হনার 
                                                   * কিংডম অফ প্রুসসিয়া এর নাইট অফ রয়াল হাউস -১৯১৭
                                                   * কিংডম অফ সাক্সনি পুরস্কার