রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

সালভাদর দালি ও সময়কাল

চিত্রশিল্পের যে ইন্দ্রিয় সম্পর্ক বৃত্ত আছে তা সালভাদোর দালি র সৃস্টিকর্ম না দেখলে বোঝা যাবেনা।দালি জনপ্রিয় সুরিয়ালিস্ট, স্পেনের ক্যাটালোনিয়ায় জন্ম। গভীর কল্পনা শক্তিধর একজন চিত্র শিল্পী।১৯০৪ সালে জন্ম গ্রহণ করেন ,মধ্যবিত্ত পরিবারে।তার সৃস্টি গুলো আসলে সমালোচনা করার জায়গা থেকে বিচার করা যায় না, অপ্রত্যাশিত চিন্তা নিয়ে খেলা করেন এই শিল্পী ,তার দৃশ্য নান্দনিকতা ,চিন্তার গভীরতা তাকে তার সমকালীন সেরা চিত্র শিল্পী হিসাবে স্মরণীয় করে রেখেছে মানুষের কাছে ।       

প্যারানোইএক ক্রিটিক্যাল তার ছবি গুলো একপ্রকারের চিন্তার স্তরে উঁচু নিচু তরঙ্গের তৈরী করে। অলীকতা বা বাস্তব এবং অবাস্তব দৃশ্য এর মিশেলে ছবিগুলো পৃথিবীর শিল্পের ইতিহাসে জীবন্ত হয়ে আছে। চলচ্চিত্রকার হিসাবে কাজ করেছেন  এন আন্দালুসিয়ান ডগ চলচিত্রে। বিভিন্ন আর্ট ফর্মে কাজ করেছেন এই গুণী শিল্পী, সেট ডিসাইন , নাট্য মঞ্চ তৈরী, ইলেকট্রনিক মিডিয়া । প্রচুর অর্থ সম্পদ অর্জন করেন তার শৈল্পিক মেধা দিয়ে, নিজ বসবাসের জন্য তৈরি করেন কেল্লা।বিলাসবহুল জীবনযাপন করতেন , এবং অর্থ আয়  করাটা শৈল্পিক দৃস্টিভঙ্গি থেকে দেখতেন।প্রচন্ড ভালোবাসতেন স্ত্রী গালা কে।   

ফোটোগ্রাফি,ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ব্যাক্তি সালভাদোর দালি তার ফ্যাশন এর কারণে সবসময় আলোচিত ছিলেন।বাস্কেট অফ ব্রেড তার অন্যতম সৃস্টি ,শেষ চিত্র কর্ম শ্যালোস টেইল। তার সমগ্র শিল্পকর্ম গুলো ভিন্ন মাত্রিকতায় তৈরি যা প্রচলিত ধারণার বাহিরে।তার সুরিয়ালিস্ট শিল্পকর্ম গুলো পৃথিবীর সেরা বলে বিবেচিত হয়। নতুন শিল্পীদের অনেক সহায়তা করতেন ,সালভাদোর।তৎকালীন মার্কিন অনেক শিল্পী তার সান্নিধ্য পেয়েছেন।নিজ খরচে তৈরী করেন তার  থিয়েটার মিউজিয়াম।      

১৯৮৯ সালে দালি ৮৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন।তিনি ছিলেন সমগ্র আর্ট ফর্মের শিল্পী। অনেকে বলে থাকেন তিনি ফ্রয়েডীয় চিন্তা চেতনার ছিলেন। শেষের দিকে ওয়ার্নার হাইজেনবার্গ এর কোয়ান্টাম থিওরি দিকে প্রভাবিত  হয়েছিলেন।    

          

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

মোহাম্মদ বিন সালমান, ক্রাউন যুবরাজ কিংডম অফ সৌদি আরাবিয়া , দা হাউস অফ সৌদ

মোহাম্মদ বিন সালমান, হলেন বর্তমান  কিংডম অফ সৌদি আরাবিয়া এর ক্রাউন  যুবরাজ। বর্তমান আকারে বলতে গেলে সৌদি আরব ভূখণ্ডের জন্য সবচেয়ে বড় ক্ষমতা ধর যুবরাজ তিনি। যুবরাজের আন্তর্জাতিক আরেকটি পরিচয় তিনি সমগ্র পৃথিবীর সবচেয়ে কম বয়স্ক প্রতিরক্ষা মন্ত্রী। তিনি হাউস অফ সৌদ এর কিং বাদশাহ সালমান বিন আবদুল আজিজেরর পুত্র।

আধুনিক সৌদি আরাবিয়ার এবং নতুন অর্থনৈতিক সৌদি আরব স্বপ্ন নিয়ে কাজ করছেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।ইসলামিক শারীয়াহ শাসনতন্ত্রে নিয়ন্ত্রিত, রাজতন্ত্র বিদ্যমান সৌদি, প্রথম সারির বিশ্ব ক্ষমতার অংশীদার হতে পারে।পশ্চিমা আন্তর্জাতিক বিশ্ব কিন্তু ক্রাউন প্রিন্স ক্ষমতায় আসার সাথে সাথেই  সাদরে গ্রহণ করে সৌদি যুবরাজ কে। এ বছরেই তিনি ক্রাউন প্রিন্স হিসাবে অভিষিক্ত হন বাদশাহ কর্তৃক  ।  

এ বছরে রাজধানী রিয়াদে অনুষ্ঠিত  ফিউচার ইনভেসমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে যুবরাজ বলেছিলেন উগ্রবাদের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপে  যাবেন। যুক্তরাস্ট্র - সৌদি আরব  সম্পর্ক  তিনি জোরালো অবস্থানে রেখেছেন, এ বছর মার্চে ওয়াশিংটন সফর করেছেন।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজের সাথে দেখা করেন।

ডিডব্লিউ ডটকম একটি রিপোর্টে যুবরাজের উদৃতি জানিয়েছিল , ২০৩০ এর সৌদি আরব  ভিশন  কাজ করছেন তিনি , যা তেল অর্থনীতির , চেয়ে ভিন্নতর কিছু হবে।  

তারই নতুন সৌদি আরবের  পথচলা শুরু করেছেন। সম্প্রতি মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক গণমাধ্যম ও মহলে আলোচিত হয়েছেন।আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন তিনি।  দুর্নীতি অভিযোগে রাজ্ বংশের সদস্য , সৌদি আরবের প্রভাবশালীদের  আইনের আওতায় আনা হয়। তিনিই নেতৃত্ব দিচ্ছেন  দুর্নীতি বিরোধী কার্যক্রম। ক্ষমতাধর কয়েকটি পদে রদবদল হয়। সৌদি ধর্মীয় মহলের সমর্থন রয়েছে ক্রাউন যুবরাজের সাথে।মার্কিন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় তার সমর্থন ব্যক্ত করেছেন দুর্নীতি বিরোধী অভিযান কার্যক্রমের।  

আগামীর নতুন সৌদি আরব গড়ার লক্ষে , দুর্নীতি মুক্ত সৌদি নিশ্চিত করতেই এই অভিযান। আগামীর নতুন অর্থনৈতিক সৌদি আরব গড়ার প্রত্যয় রয়েছে ক্রাউন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর। তার নতুন পথচলার  ধরণ কেমন হবে তা  দুর্নীতি বিরোধী অভিযান থেকে কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে। আগামীর সৌদি আরব এর স্বপ্ন আরো একধাপ এগোলো যুবরাজের , বাকি টা হয়তো ভবিষ্যত সময় বলে দিবে সমগ্র পৃথিবীকে। 
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান


       তথ্য - দা মিরর, লস এন্জেল টাইমস , দা আটলান্টিক  অবলম্বনে           

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

English poet Thomas Nash

Spring
            Thomas Nash

Spring, the sweet spring,is the years pleasant king
Then blooms each thing,then maids dance in a ring,
 Cold doth not sing, the pretty birds do sing,
Cuckoo, jug-jug, pu-we, to witta -woo!

The palm and may make country houses gay
Lambs frisk and play, the shepherds pipe all day,
And we hear ay birds tune this merry lay
Cuckoo, jug-jug, pu-we, to witta woo!

The fields breathe sweet, the daisies kiss our feet
Young lovers meet, old wives a sunning sit
In every street these tunes ours ears do greet,
Cuckoo, jug-jug, pu-we, to witta woo!



কবিতা টি জনপ্রিয় ইংলিশ কবি থমাস ন্যাশ এর। ন্যাশ একাধারে যেমন তুখোড় কবিতা লিখতেন , নাট্যকার , রম্য রচয়িতা  হিসাবে তিনি সফল ছিলেন। তার সেরা সৃস্টিকর্ম  দা আনফর্চুনেট ট্রাভেলার। কবি ১৬০১ খিষ্ট্রাব্দে পরলোক পাড়ি  দেন। 
থমাস ন্যাশ 
 

বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

চীন - আমেরিকা রাজনীতি-- ট্রাম্প এবং জিংপিং বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্র এর  প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প চীন সফর করছেন ,  চীন সরকারের  রাষ্ট্রীয় স্বাগতম অনুষ্ঠানে যোগ দেন  মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প, সাথে ছিলেন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প।  বেইজিং  এ  গ্রেট হল অফ পিপল এ   অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতি বার সকালে । 

চাইনিজ প্রেসিডেন্ট সি জিংপিং  এবং ফাস্ট  লেডি  পেং লিয়ুয়ান  স্বাগতম  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।  চীন - যুক্তরাস্ট্র  দুটি দেশের মধ্যে  অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়ক আলোচনা ও বাণিজ্য চুক্তি হতে পারে। উত্তর কোরিয়া  নিয়ে  চীনা প্রেসিডেন্ট সি জিংপিং ও মার্কিন  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প  আলোচনা  করতে  পারেন। চীন -আমেরিকা বিশ্ব  রাজনীতি ও অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক দিক বিশ্লেষণ করলে সফরটি অত্যান্ত গুরুত্ব পূর্ণ।  






আলোকচিত্র - এএফপি , ০৯/১১/২০১৭  








তথ্য সূত্র- বিসনেস ইনসাইডার,  মেইল অনলাইন , এএফপি   

রিভিউ সুলতান আতর

মিষ্টি, পুষ্পশোভিত, কাষ্ঠ,মাস্কুলিং, সুগন্ধ দিয়ে তৈরী হয় সুলতান আতর, জনপ্রিয় আতর এটি ও বহুল ব্যবহৃত।চন্দন ও মাস্ক ও ভ্যানিলা এর একটা সংমিশ্রণ আছে এই আতর টিতে। মূলত আরাবিয়ান রেসিপি, তবে আমাদের উপমহাদেশ অন্যতম জনপ্রিয়। 
এই সুগন্ধি টি পৃথিবীর প্রায় প্রতিটি দেশে একই নামে পাওয়া।  ব্র্যান্ড ও কেয়ালিটির   উপর দাম নির্ভর করে।  জাদুকরী মোহনীয়তা  উপলব্ধি  অনুভূত হয় সুলতান আতর ব্যাবহারে। মুসলমান সম্প্রদায়  জুম্মার  দিন  সুলতান  আতর  ব্যবহার করে, ঈদের সময় অনেকেই বেছে সুলতান।  

আল হারামাইন , আল রিহাব , আলমাস পারফিউম , সহ  জনপ্রিয় সকল ব্র্যান্ড এটি বাজারে বিক্রয় করে। এ ছাড়া  নন ব্র্যান্ড , এবং ডিসাইনার পারফিউম   উভয় ফর্মে পাওয়া যায় এটি। বাংলাদেশে ১০০ থেকে ৫০০০ টাকার  মূল্যমানের সুলতান আতর বিক্রি হয়ে থাকে।ঢাকার বায়তুল মুকাররম , চক বাজার, বসুন্ধরা সিটিতে  পাওয়া যায়। দেশের   অনলাইন ই কমার্স  সাইট গুলো বিক্রয় করে থাকে।  



আল হারামাইন এর সুলতান 

সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .

সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .
গুনাহ না হতো , শুধু সওয়াব হতো , তো ভেবে দেখো কত ফাসাদ হতো 
কার মনে কি লুকিয়ে আছে , একমাত্র সৃস্টিকর্তাই জানেন
হৃদয় যদি বেপর্দা হতো , তো ভেবে দেখো কত ফাসাদ হতো 
নিশ্চুপ থাকার অভ্যাস ছিল আমার, যা কিছু বৎসর যাবৎ শুনে এসেছি 
আমার মুখে যদি উত্তর থাকতো , তো ভেবে দেখো কত ফাসাদ হতো 
আমি ভালো ছিলাম , তবুও তার চোখে সর্বসময় খারাপ আখ্যায়িত হতাম 
আমি যদি সত্যিকার অর্থেই নিকৃষ্ট হতাম , তো ভেবে দেখো , কত ফাসাদ হতো

সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .
সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .


কবিতা টি পাকিস্তানি উর্দু কোনো কবির , অসাধারণ একটা কবিতা , মর্মার্থ এবং গভীরতা বিশ্লেষণ করলে কবিতা টি বার বার পড়তে ইচ্ছে করে , আমার অত্যান্ত ভালো লাগলো তাই এর বঙ্গানুবাদ করলাম , 
সামনের দিনগুলোতে আরো কিছু কাজ করার ইচ্ছে আছে , আশা করি। .....

নিবেদক 
তানভীর আলম খান 
সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .