বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫

অটো হ্যান

অটো হ্যান - 
জন্ম-১৮৭৯
মৃত্যু -১৯৬৮ 

 অটো হ্যান ছিলেন জার্মান রসায়নবিদ। উদ্ভূত রেডিও কেমিস্ট্রি অন্যতম পথিকৃত। ১৯৪৪ সালে নোবেল পুরস্কার জেতেন অটো, নিউক্লিয়ার ফিস্যন উদ্ভাবন এর জন্য। সর্বকালের সেরা রসায়নবিদ হিসাবে তিনি পরিগণিত। নিউক্লিয়ার কেমিস্ট্রি জনক বলা হয় তাকে। 

জীবন্দসায় তার প্রাপ্ত পুরস্কার সমূহ - * ১৯১৫ সালে আইরন ক্রস (জার্মান )
                                                   * ১৯১৬ তে  জেনারেল হনার 
                                                   * কিংডম অফ প্রুসসিয়া এর নাইট অফ রয়াল হাউস -১৯১৭
                                                   * কিংডম অফ সাক্সনি পুরস্কার


বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

গণমাধ্যমের খোলা চিঠি -২

গণমাধ্যমের খোলা চিঠি -২

তানভীর আলম খান


তিনি আমার দূর সম্পর্কের মামা। সরাসরি রাজনীতি করেন। তবে বর্তমানে তিনি ক্ষমতায় নেই। যতদুর জেনেছি রাজনীতির কারণে অনেক প্রতিপক্ষ তৈরী হয়েছে তার। তবে তার রাজনৈতিক অবস্থান গণমাধ্যমে সংবাদ হবার মত নয়। আচমকা একদিন তাকে পুজিবাদী ও ব্যবসায়িক টেলেভিসন চ্যানেল এ দেখি। অপরাধ বিষয়ক অনুষ্ঠানের মূল উপজীব্য তিনি।

প্রথমে খটকা লাগে ,তারপর পুরো ঘটনাটি অনুধাবনের চেষ্টা করি।
অনুষ্ঠানের উপস্থাপক তাকে সরাসরি হত্যাকান্ডে জড়িত বলে প্রচার করছিলেন। পরবর্তিতে ময়নাতদন্ততে বেরিয়ে আসে ভিকটিম নিজে বিষপানে আত্মহত্যা করেছেন। তখন আমার অনুসন্দিত্সু মনে বেশ কিছু প্রশ্ন উদিত হয়। তাহলে কেন কভারাজে আনা হলো তাকে । তিনি  কোনো হোমরা চোমরা রাজনীতিবিদ নন।  তবু  তাকে কয়েকদিন ফলাও করে প্রচার করে টেলিভিসন চ্যানেলটি। পরে জানতে পারি তার রাজনৈতিক প্রতিপক্ষ এর নিকট হতে ১০ লক্ষ টাকার বিনিময়ে তাকে হয়রানি করার কন্টাক্ট টি নিয়েছিল তথাকথিত সে সাংবাদিক কম উপস্থাপক।  আমার সে মামা নিজেও ২ লক্ষ দিয়েছিলেন সেই ভদ্রলোক কে তার বিরুদ্ধে এমন অনুষ্ঠান প্রচার না করার জন্য।  তাতেও শান্ত হননি সেই সাংবাদিক।

আমার সুযোগ হয়েছিল সাবেক সাংসদ গোলাম মাওলা রনী 'র (পটুয়াখালী ) সাক্ষাতকার নেয়ার। তিনি শিকার হয়েছিলেন  কর্পোরেট হলুদ সাংবাদিকতার। তিনি সাক্ষাত্কারে একটি ইংরেজি শব্দ উচ্চারণ করেছিলেন  " ভেস্টেদ গ্রুপ "
যাকে হিন্দি মাফিয়া ভাষায় বলা হয় সুপারি।

কয়েকদিন আগে শুনতে পেলাম ঐ হলুদ সাংবাদিকের নামে মামলা হয়েছে।

সংবাদ মাধ্যমের দুর্নীতি নিপাত যাক।