রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

১১ বছরে পদার্পণ করলো নর্দান বিশ্ববিদ্যালয়

দক্ষিনখান স্হায়ী  ক্যাম্পাস জুড়ে  নর্দান ইউনিভার্সিটি সাজ সাজ রব ,ছাত্র -ছাত্রী ,ফাকাল্টি ,কর্মকর্তা -কর্মচারী সবাই মিলে এসেছেন বর্ষপূর্তির আয়োজনে। ০৮ ফেব্রুয়ারী পালিত হলো বিশ্ববিদ্যালয়টির ১১ তম বার্ষিকী। পরিবর্তনের মূলমন্ত্রে শিক্ষা ,নর্দান বিশ্ববিদ্যালয় শ্লোগানে মুখরিত হয়ে যায় ক্যাম্পাস এলাকা । 
বর্সপূর্তি অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যূত ও জালানি প্রতিমন্ত্রী জনাব  নসরুল হামিদ  এম পি। তিনি নর্দান বিশ্ববিদ্যালয় আইন বিভাগ , ডিপার্টমেন্ট অফ ইংলিশ কে  সাধু বাদ দেন দেশের উচ্চশিক্ষা প্রসারে কাজ করার জন্য। 
অনুষ্ঠান উপস্থিত ছিলেন ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ তিনি বিশ্ববিদ্যালয়টির এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় মেলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন আগামী দিন গুলোতে দেশের জন্য কাজ করতে হবে নর্দান গ্রাজুয়েটদের। যোগুপযুগী শিক্ষা বাংলাদেশের দক্ষ মানবসম্পদ তৈরী করবে বলে তিনি আশাবাদ রাখেন। 
নর্দান বিশ্ববিদ্যালয় ভি সি শামসুল হক ফুল দিয়ে বরণ করেন দেশের শীর্ষ রক ব্যান্ড মাইলস কে। গান পরিবেশন করেন ব্যান্ড এর  সদস্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাইয়েদ সরফরাজ হামিদ , ডিন ড আব্দুল হক। 
 



শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪

ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০১৪ শেষ হবে।

দেশীয় পণ্য রপ্তানি প্রসার এ ভুমিকা রাখবে বানিজ্য মেলা ২০১৪ ,বৈদিশিক বাজারে বাংলাদেশ পন্যের  স্বতন্ত্র  বাজার তৈরী করার উদ্যোগ  গ্রহণ করে মেলা টি আয়োজিত হয়। দর্শক -ক্রেতা  সমাগমে শের- এ-বাংলা  নগর মাঠে নানা ধরনের দেশীয় পণ্য নিয়ে আসেন ব্যবসায়িরা।

তবে বিদেশি পণ্য তুলনামূলক কম থাকায় অনেক দর্শক হতাশ হয়েছেন  বলে তথ্য আছে।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

দেশ এগিয়ে যাবে -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশ এগিয়ে যাবে -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 

গণপ্রজাত্রন্ত্রী বাংলাদেশ সরকারের  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান  বলেছেন বাংলাদেশ এগিয়ে যাবে।কোনো শক্তি দেশের চলমান উন্নয়নের ধারা কে বাধাগ্রস্ত করতে পারবে না.

জনগনের মৌলিক অবস্থার পরিবর্তন করবে এই সরকার ,তিনি আরও বলেন দেশের আগামী প্রজন্ম কে  দক্ষ শক্তি হিসাবে গড়ে তুলতে হবে

প্রতিমন্ত্রী মহোদয় কে ০৬/০২/১৪ তারিখে   সংবর্ধনা দেয় আবুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশন। সংবর্ধনা অনুষ্ঠান এ
 উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড.পাটওয়ারী।        

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

শুরু হল বাঙালির প্রানের মেলা অমর একুশের বইমেলা ২০১৪, ০৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাংলা একাডেমী প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত  হয় , বাউলিয়ানা ঘরানার শিল্পী রিংকু গান পরিবেশন করেন,

তানভীর খান ফোটোগ্রাফি



03 february,2014

০৩ ফেব্রুয়ারী অমর একুশে বইমেলায় ,মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় ,জনাব নুরুল ইসলাম নাহিদ ,এমপি  বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষা মন্ত্রনালয়ের ঊর্ধতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।   

তানভীর খান ফোটোগ্রাফি