দক্ষিনখান স্হায়ী ক্যাম্পাস জুড়ে নর্দান ইউনিভার্সিটি সাজ সাজ রব ,ছাত্র -ছাত্রী ,ফাকাল্টি ,কর্মকর্তা -কর্মচারী সবাই মিলে এসেছেন বর্ষপূর্তির আয়োজনে। ০৮ ফেব্রুয়ারী পালিত হলো বিশ্ববিদ্যালয়টির ১১ তম বার্ষিকী। পরিবর্তনের মূলমন্ত্রে শিক্ষা ,নর্দান বিশ্ববিদ্যালয় শ্লোগানে মুখরিত হয়ে যায় ক্যাম্পাস এলাকা ।
বর্সপূর্তি অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যূত ও জালানি প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এম পি। তিনি নর্দান বিশ্ববিদ্যালয় আইন বিভাগ , ডিপার্টমেন্ট অফ ইংলিশ কে সাধু বাদ দেন দেশের উচ্চশিক্ষা প্রসারে কাজ করার জন্য।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ তিনি বিশ্ববিদ্যালয়টির এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় মেলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন আগামী দিন গুলোতে দেশের জন্য কাজ করতে হবে নর্দান গ্রাজুয়েটদের। যোগুপযুগী শিক্ষা বাংলাদেশের দক্ষ মানবসম্পদ তৈরী করবে বলে তিনি আশাবাদ রাখেন।
নর্দান বিশ্ববিদ্যালয় ভি সি শামসুল হক ফুল দিয়ে বরণ করেন দেশের শীর্ষ রক ব্যান্ড মাইলস কে। গান পরিবেশন করেন ব্যান্ড এর সদস্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাইয়েদ সরফরাজ হামিদ , ডিন ড আব্দুল হক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন