বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

নারী অধিকার বাড়ছে সৌদি আরবে

এমন সময় সৌদি নারীদের সামরিক বাহিনীতে যোগদানের অধিকার দিলো , যখন দেশে তাদের সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আসলো, হঠাৎ এতো অধিকার দিয়ে যাচ্ছে সৌদি আরব, সরাসরি সামরিক বাহিনীতে, বড় জয় সৌদি রক্ষণশীল নারীদের জন্য।
ইসলামিক বোরখা বা পর্দা  ছেড়ে সামরিক উর্দিতে কেমন হবে নারীদের এই পথচলা।নতুন করে আবর্তিত নারী অধিকার কতটা প্রভাব ফেলবে সামরিক বাহিনীতে।এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, আপাতত সৌদি আরবের চারটি প্রদেশে সৈনিক পদে যোগ দিতে পারবেন রক্ষণশীল সৌদি নারীরা। রক্ষণশীল নারীদের সামরিক বাহিনীতে আগমন নতুন চিত্র আঁকবে সৌদি মানব  সমাজে।সৌদি আরবের ইতিহাসে নারীদের জন্য এরকমের গৌরব এটাই প্রথম।সৌদি আরবের সমাজ ব্যাবস্থার বড় পরিবর্তন এটা ।  

ক্রাউন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে এ রকমের সুযোগ পেলো সৌদি রক্ষণশীল নারী সমাজ।অপার সম্ভবনার যুবরাজ সৌদি সমাজে ব্যাপক পরিবর্তন আনয়ন করেন, বিশেষত নারী অধিকার ক্ষেত্র সমূহে।সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেনা বাহিনীতে বড় রদবদল আনেন।ভবিষ্যত বাদশাহ মোহাম্মদ বিন সালমানের আধুনিক সৌদি আরবের উপকরণ হিসাবে নারী অধিকার একটা মাত্রা যোগ করলো সৌদি আরবের রক্ষণশীল সমাজে।দুই পবিত্র মসজিদের অভিভাবক বর্তমান বাদশাহ সালমান সম্প্রতি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে সহকারী মন্ত্রী হিসাবে তামাদার বিন ইউসেফ আল রাম্মাহ নামক একজন নারী কে নিয়োগ দেন।আগামীদিনের সৌদি আরব আরো নারী অধিকারের  প্রতি উদারশীলতা পোষণ করবে বলেই ইঙ্গিত বহন করছে। 

সৌদি আরবে খুব স্বল্প নারী অধিকার দেয়া হতো পূর্ববর্তী  সময়ে, যা বর্তমান সময় কালে এসে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে বিপুল অধিকার দেয়া হয় সৌদি নারীদের। 

   

৩টি মন্তব্য:

  1. We know how serious MBS is about human rights & women rights. We also know who is pulling the strings.

    উত্তরমুছুন
  2. প্রথমত, আপনাকে ধন্যবাদ ব্লগে মন্তব্য করার জন্য,
    "সৌদি আরবের নারীদের জন্য এটা বড় অর্জন, বিগত কয়েক দশকের হিসাব নিকেশ করলে"

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবশ্যই সৌদি আরবের নারীদের জন্য এটা বড় অর্জন। এর পাশাপাশি বর্তমান আধুনিক সভ্য বিশ্ব সৌদদের আরবে যে প্রাচীন অমানবিক absolute রাজতন্ত্রের শেকল পরানো আছে তা থেকে আরবদের মুক্তি দিয়ে গণতন্ত্রের পথে অগ্রগামী হওয়ার বিষয়ে আমাদের নিরব ভুমিকা পালন করা সমীচীন নয়। সেই ক্ষেত্রে রাজা বা রাজপুত্র যতই উন্নয়ন করুক না কেন সেটা sustainable development নয়।

      মুছুন