চিত্রশিল্পের যে ইন্দ্রিয় সম্পর্ক বৃত্ত আছে তা সালভাদোর দালি র সৃস্টিকর্ম না দেখলে বোঝা যাবেনা।দালি জনপ্রিয় সুরিয়ালিস্ট, স্পেনের ক্যাটালোনিয়ায় জন্ম। গভীর কল্পনা শক্তিধর একজন চিত্র শিল্পী।১৯০৪ সালে জন্ম গ্রহণ করেন ,মধ্যবিত্ত পরিবারে।তার সৃস্টি গুলো আসলে সমালোচনা করার জায়গা থেকে বিচার করা যায় না, অপ্রত্যাশিত চিন্তা নিয়ে খেলা করেন এই শিল্পী ,তার দৃশ্য নান্দনিকতা ,চিন্তার গভীরতা তাকে তার সমকালীন সেরা চিত্র শিল্পী হিসাবে স্মরণীয় করে রেখেছে মানুষের কাছে ।
প্যারানোইএক ক্রিটিক্যাল তার ছবি গুলো একপ্রকারের চিন্তার স্তরে উঁচু নিচু তরঙ্গের তৈরী করে। অলীকতা বা বাস্তব এবং অবাস্তব দৃশ্য এর মিশেলে ছবিগুলো পৃথিবীর শিল্পের ইতিহাসে জীবন্ত হয়ে আছে। চলচ্চিত্রকার হিসাবে কাজ করেছেন এন আন্দালুসিয়ান ডগ চলচিত্রে। বিভিন্ন আর্ট ফর্মে কাজ করেছেন এই গুণী শিল্পী, সেট ডিসাইন , নাট্য মঞ্চ তৈরী, ইলেকট্রনিক মিডিয়া । প্রচুর অর্থ সম্পদ অর্জন করেন তার শৈল্পিক মেধা দিয়ে, নিজ বসবাসের জন্য তৈরি করেন কেল্লা।বিলাসবহুল জীবনযাপন করতেন , এবং অর্থ আয় করাটা শৈল্পিক দৃস্টিভঙ্গি থেকে দেখতেন।প্রচন্ড ভালোবাসতেন স্ত্রী গালা কে।
ফোটোগ্রাফি,ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ব্যাক্তি সালভাদোর দালি তার ফ্যাশন এর কারণে সবসময় আলোচিত ছিলেন।বাস্কেট অফ ব্রেড তার অন্যতম সৃস্টি ,শেষ চিত্র কর্ম শ্যালোস টেইল। তার সমগ্র শিল্পকর্ম গুলো ভিন্ন মাত্রিকতায় তৈরি যা প্রচলিত ধারণার বাহিরে।তার সুরিয়ালিস্ট শিল্পকর্ম গুলো পৃথিবীর সেরা বলে বিবেচিত হয়। নতুন শিল্পীদের অনেক সহায়তা করতেন ,সালভাদোর।তৎকালীন মার্কিন অনেক শিল্পী তার সান্নিধ্য পেয়েছেন।নিজ খরচে তৈরী করেন তার থিয়েটার মিউজিয়াম।
১৯৮৯ সালে দালি ৮৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন।তিনি ছিলেন সমগ্র আর্ট ফর্মের শিল্পী। অনেকে বলে থাকেন তিনি ফ্রয়েডীয় চিন্তা চেতনার ছিলেন। শেষের দিকে ওয়ার্নার হাইজেনবার্গ এর কোয়ান্টাম থিওরি দিকে প্রভাবিত হয়েছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন