সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

লিসবেথের জ্যাজে মাতলো ঢাকা।

বছরের শেষটা চলে এসেছে, ডিসেম্বর তো পশ্চিমের জন্য অনুষ্ঠান আর উদ্দীপনের মাস। বিশ্ব তো একটাই,এ মাসে নানা রংয়ে সেজে উঠে বিশ্বের নানা জাতি, দেশ। ১ ডিসেম্বর ঢাকার শিল্পকলায় পরীক্ষন হলে জার্মান জ্যাজ ব্যান্ড লিসবেথ কোয়ারটেট মোহিত করে দিলো বাংলাদেশী সংগীত প্রেমিকদের। গ্যাটে ইনস্টিউটের সার্বিক আয়োজনে জার্মান সংগীত দলটি তাদের সেরা কয়েকটি যন্ত্র সংগীত পরিবেশন করে। জার্মান জ্যাজ দলটির লিসবেথের তিনজন সদস্য অংশ নেন কনসার্টে।কনসার্টে ঢাকায় বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক জার্মান সংগীত দলটির সুরের সমারোহে সাদর অভিবাদন জানান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন