মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ মুকুট জিতলেন উর্বী ইসলাম

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ মুকুট জিতলেন উর্বী ইসলাম।৯ ডিসেম্বর  রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত বায়ো-জিন কসমেসিউটিক্যালস মিসেস ইউনিভার্স ২০১৯ বাংলাদেশ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার গালা নাইট অনুষ্ঠিত হয়।সারা দেশ থেকে কয়েক হাজার বিবাহিত নারীদের অংশগ্রহণে প্রতিযোগিতার  বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা এগারো নির্বাচিত করেন মিসেস ইউনিভার্স বাংলাদেশের জুরি মন্ডলী।প্রতিযোগীদের দীর্ঘ দুই মাসের কঠোর গ্রূমিং, উপস্থাপনা , স্বাস্থ্য সচেতনতা, ফ্যাশন, নৃত্য, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। বিবাহিত নারীদের  ক্ষমতায়ন করার  মূল উদ্দেশ্য নিয়েই প্রতিযোগিতা টি আয়োজন করা হয়। 

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ প্রথম রানার আপ হয়েছেন অনন্যা প্রেমা, দ্বিতীয় রানার আপ সায়মা আলম, তৃতীয় রানার আপ সাগুফতা ফারুক সাদিয়া, বেস্ট হেয়ার পেয়েছেন শারমিন আক্তার লাবনী, মিসেস ফটোজেনিক হয়েছেন করবী কথা। এছাড়া অন্য প্রতিযোগীরা হলেন সোহানা তিথি, ফাইজা চৌধুরী, ফারহানা হাবিব, জিনিয়া শারমিন, আশরাফুন নেসা, এবং নুজহাত বিনতে ওসমান।

আমাদের দেশে বিয়ের পর সাধারণত নারীদের ব্যস্ততা সাংসারিক জীবন বা কর্মক্ষেত্র নিয়ে, সেখানে এরকম আয়োজন বিবাহিত নারীদের জন্য নতুন একটি পথ উন্মোচিত করলো । বিবাহিত নারীদের জীবনে এগিয়ে যাওয়ার  জন্য আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা,  ক্ষমতায়নের  মিশেলে পরিচালিত সৌন্দর্য প্রতিযোগিতা টি  সামনের দিনগুলোতে  আরো অনেক নারীদের সুযোগ করে দিবে বলে অনুষ্ঠানের আয়োজকবৃন্দ মতামত ব্যক্ত করেন। মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯  গালা নাইট অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্যান্ড তারকা বালাম, সংগীতশিল্পী নিলয় , জুলি, রেশমী। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল ও অভিনয় শিল্পী কাজী আসিফ রহমান , অন্তূ করীম , মডেল ইসরাত। সার্বিক নির্দেশনায় ছিলেন আফসানা হেলালী জোনাকি।মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ আয়োজিত হয় অপূর্ব লতিফ ফ্রাঞ্চাইজি থেকে। অপূর্ব লতিফ জানান বিজয়ী প্রতিযোগী বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।   

মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ বিজয়ী উর্বী ইসলাম কে মুকুট পরিয়ে দেন আফসানা হেলালী জোনাকি। 



                                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন