আমি অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম শহীদ বুদ্ধিজীবিদের সংক্ষিপ্ত জীবনী সংগ্রহের। ডাক টিকেট সংগ্রহ করতে যেয়ে অনেক কষ্টে কিছু বুদ্ধিজীবিদের সংক্ষিপ্ত জীবনী হাতে পাই। পড়তে পড়তে কখন যে সময় শেষ হয়ে যায় টের পাই নি। সারা দেশেই লিস্ট করে বুদ্ধিজীবিদের হত্যা করে প্রো -পাকিস্তানি ফোর্সেস ও লোকাল দালাল বাহিনী .... পুরো ১৯৭১ সালের যুদ্ধ চলাকালীন সময় এ মিসন চালায় পাকিস্তানি বাহিনী।
শিক্ষক ,সাংবাদিক ,আইনজীবী , ডাক্তার , মিডিয়া পারসন ,শিল্পী -সাহিত্যিক ,সমাজ সেবক ,লেখক ,সংগঠক ,প্রকৌশলী ,সরকারী আমলা , ক্রীড়াবিদ , বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী স্বাধীনতাকামী বুদ্ধিজীবিদের ঘর থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি ফোর্সেস ও লোকাল স্বাধীনতা বিরোধী বাহিনী।
আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে বেশকিছু বুদ্ধিজীবিদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার। মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ বুদ্ধিজীবিদের মহান আত্মত্যাগ কে তুলে ধরার চেষ্টা আমাদের থাকবে।
সিরিস প্রতিবেদন দেখার জন্য চোখ রাখুন আমার ব্লগ এ।
১৯৭১ সালের নভেম্বর মাসের শেষ দিকেই পুরোদমে চলতে থাকে বাঙ্গালী বুদ্ধিজীবী নিধন। পাকিস্তান মিলিটারি ফোর্সেস বুঝতে পারছিল ভৌগোলিক কারণে যে কোনো সময় "ঢাকা ডাউন" হয়ে পড়তে পারে। তত্কালীন উর্ধতন সামরিক কর্মকর্তারা বাঙালি বুদ্ধিজীবিদের টার্গেট করেন।
শিক্ষক ,সাংবাদিক ,আইনজীবী , ডাক্তার , মিডিয়া পারসন ,শিল্পী -সাহিত্যিক ,সমাজ সেবক ,লেখক ,সংগঠক ,প্রকৌশলী ,সরকারী আমলা , ক্রীড়াবিদ , বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী স্বাধীনতাকামী বুদ্ধিজীবিদের ঘর থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি ফোর্সেস ও লোকাল স্বাধীনতা বিরোধী বাহিনী।
আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে বেশকিছু বুদ্ধিজীবিদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার। মহান স্বাধীনতার যুদ্ধে শহীদ বুদ্ধিজীবিদের মহান আত্মত্যাগ কে তুলে ধরার চেষ্টা আমাদের থাকবে।
![]() |
১৯৭১ সালে বুদ্ধিজীবিদের হত্যার প্রামান্য আলোকচিত্র (ওয়েব হতে সংগৃহীত ) |
সিরিস প্রতিবেদন দেখার জন্য চোখ রাখুন আমার ব্লগ এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন