বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

ক্রিস্টিন আমানপোর......মিলিয়ন ডলার সংবাদ কর্মী

সি এন এন  বার্তা কক্ষে কর্মরত আমানপোর 

বর্তমান সময়ে শীর্ষে যে কয়জন সংবাদ  সংশ্লিষ্ট মানুষ রয়েছেন তাদের মধ্যে ক্রিস্টিন আমানপোর অন্যতম। সি এন এন এর প্রধান আন্তর্জাতিক  সংবাদাতা তিনি। ব্রিটিশ -ইরানি  এ  সংবাদ কর্মীর জন্ম ১৯৫৮ সালে। আমানপোর   ১৯৮৩ সালে যোগদান করেন সি এন এন এ। লেখাপড়া করেছেন ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ড এ  সাংবাদিকতা  বিষয়ে।
ইরান -ইরাক যুদ্ধ  তার সংবাদ জীবনের প্রথম দিকের এসাইনমেন্ট ছিল ,তার পর হতেই তিনি লাইম লাইট এ চলে আসেন। আমানপোর এ পর্যন্ত আফগানিস্তান ,পাকিস্তান ,উত্তর কোরিয়া , ফিলিস্তিন ,সুদান ,রাওয়ানদা ,সোমালিয়া ,লিবিয়া ,মিসর , সমগ্র ইউরোপ আমেরিকা তে চলমান ঘটনা নিয়ে সংবাদ করেছেন, এ  গুনী সাংবাদিক ১৯৯২ সরাসরি বসনিয়ান যুদ্ধ রিপোর্ট করেছেন যুদ্ধ ক্ষেত্র থেকে। পৃথিবীর শীর্ষ দেশের প্রায় সব নেতাদের সাক্ষাতকার নিয়েছেন ক্রিস্টিন আমানপোর। তাদের তালিকা মুয়ামমার গাদ্দাফি( লিবিয়া ), হুসনি মুবারক (মিসর ), টনি ব্লেয়ার (সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী ), জাক শিরাক (ফ্রান্সের সাবেক রাষ্ট্র প্রধান ),

আন্তর্জাতিক গণমাধ্যম তাকে মধ্যপ্রাচ্য বিশারদ বলে থাকেন। তার সাংবাদিকতার বেশি সময় কেটেছে যুদ্ধ সংক্রান্ত রিপোর্টিং করে। ক্রিস্টিন আমানপোর নিজ নামেই সি.এন.এন  এ অন এয়ার হয়ে থাকেন। আমানপোর কে মিলিয়ন ডলার সংবাদ কর্মী বলে থাকেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন