শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪

গণমাধ্যমের খোলা চিঠি -১

সংবাদ কি ,সংবাদ কি রকমের ভূমিকা পালন করে আমাদের সমাজে। এক প্রকারের খোজ করার জায়গা থেকে ছোট একটি বিশ্লেষণ লেখা তৈরী করার চেষ্টা করছিলাম। সংবাদ এক প্রকারের যোগাযোগ , সংবাদ শুধু  টেলিভিসন এর পর্দায় বা দৈনিক সংবাদ পত্রে প্রকাসিত হয় না। সংবাদের ব্যাপ্তি ২৪ ঘন্টাময়। লোকমুখে শোনা কারো মৃত্যুর খবর কেউ আমরা সংবাদ বলতে পারি। সংবাদের বস্তুনিস্ততা নিয়ে আমাদের আলোচনা। সমসাময়িক গণমাধ্যম আমাদের সংবাদ প্রাপ্তির একমাত্র আস্থাস্থল। দেশ বিদেশের সংবাদ আমরা সহজে পেয়ে যাই ইন্টারনেট এর কল্যাণে।

গণমাধ্যম  কেমন , কি তার অভ্ভন্তরীণ  মতাদর্শ  তা আমাদের জানা প্রয়োজন। তাহলে আমরা সংবাদের গ্রহণযোগ্যতা জানতে পারব। বরেণ্য সাংবাদিক তুষার আব্দুল্লার প্রকাশিত "গণমাধ্যম কার মাধ্যম " বই তে লিখেছেন

"কার হয়ে কাজ করছেন তারা ? পাঠক ,দর্শক ,শ্রোতা  কাছে যে খবরটি তুলে ধরছেন তা কতটা সঠিক ,নাকি কর্পোরেট এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা"। 




বানিজ্যিক মানদন্ড , সংবাদ এর মানদন্ড হতে পারে না। অমুক ব্যাঙ্ক সংবাদ শিরোনাম  বলে যা প্রচারিত হয় তার অন্তনিহিত মন্ত্র কি ? ব্যবসা নয় তো ? সংবাদ মাধ্যম জনগনের চোখ ও কান। এ বিষয়ে বানিজ্যিক করণ নীতি পরিহার একমাত্র সমাধান। পুজিবাদী মনোভাব যেন গিলে না ফেলে জনগনের ভরসাস্থল।  কর্তৃপক্ষ বিষয় টি নিয়ে ভাববেন বলে আশাবাদ ব্যক্ত করছি। নাইমুল ইসলাম খান সাহেবের "সাংবাদিকতার প্রথম পাঠ " বইটি থেকে একটি উক্তি দিয়ে শেষ করতে চাই 

"বস্তুনিষ্ট সাংবাদিকতার বিকাশ ঘটেছিল সাংবাদিকতার ইতিহাসের বিকাশের অংশ হিসাবেই "

লেখক ------ আইন ছাত্র (৩য় বর্ষ )
                   ফ্রিল্যান্স সংবাদ কর্মী 
                   সহকারী মুখপাত্র ( বাংলাদেশ 'ল' এসোসিয়েশন, ছাত্র উইং )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন