বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

শহীদুল্লা কায়সার

শহীদুল্লা কায়সার

  

জন্ম : মযুপুর ,ফেনী ,নওয়াখালী
জন্ম তারিখ : ১৬ ফেব্রুয়ারী ১৯২৬
পেশা :সাংবাদিক ,সাহিত্যিক

১৯৪৬ সনে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি তে অনার্স সহ বি.এ পাস করেন। ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এম. এ ক্লাসে ভর্তি হন। সাংবাদিক শহীদুল্লা কায়সারের হাতেখড়ি হয় সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকা দিয়ে। উনিশো আটান্ন সালে সংবাদ এর সহকারী সম্পাদক পদে যোগদান করেন। ১৯৫২ তে  সরাসরি ভাষা আন্দোলনের জড়িত ছিলেন। ছাত্রজীবন থেকেই বাম ঘরানার রাজনীতিতে যুক্ত হন ,পরে কমিউনিস্ট পার্টির সদস্য হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সাথে জড়িত থাকার অভিযোগে একই বছরের ৩ জুন গ্রেফতার হন।  ১৯৫৬ সাল পর্যন্ত জেলে বন্দী ছিলেন। ১৯৫৮ সালে পাকিস্তানি শাসক আইয়ুব খানে আমলে পূনরায় কারারুদ্ধ। ১৯৬২  সেপ্টেম্বর মাসে মুক্তি পান।

রাজনীতি ,সাংবাদিকতার সাথে কথা সাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন শহীদুল্লা কায়সার। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হলে অন্যান্য বুদ্ধিজীবিদের দেশ থেকে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিলেও নিজে মাতৃভূমি ছেড়ে কোথাও যান নি। ১৯৭১ এর ১৪ ডিসেম্বর  ঘাতক দল তাকে তার কায়তটুলির বাসা থেকে ধরে নিয়ে যায়   ।

প্রকাসিত গ্রন্থ

১. পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)
২.সারেং বৌ (১৯৬২)
৩.  সংশপ্তক  (১৯৬৫)
৪.রাজবন্দীর  রোজনামচা (১৯৬২)
৫. তিমির বেলায়
৬. দিগন্তে ফুলের আগুন
৭. কৃষ্ণচূড়া মেঘ

পুরস্কার সমূহ 
১.আদমজী সাহিত্য পুরস্কার
২.বাঙলা একাডেমি পুরস্কার
৩. স্বাধীনতা পুরস্কার ১৯৯৮ (মরণোত্তর )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন