শহীদ বুদ্ধিজীবী এস ,পি মুন্সী কবিরউদ্দিন আহমেদ
কুমিল্লার পুলিশ সুপার মুন্সী কবিরউদ্দিন আহমেদ ১৯৭১ সালে ২৩ মার্চ গোয়েন্দা সুত্রে জানতে পেরেছিলেন পাকিস্তানি আর্মি পুলিশ লাইন আক্রমন করবে। দৃঢ় চিত্তে প্রতিজ্ঞা বদ্ধ ছিলেন পুলিশ লাইন পাকিস্তানিদের কন্ট্রোলে যেতে দিবেন না। পুলিশ লাইন এর অস্ত্র -গোলাবারুদ কোনোভাবেই যেন পাকিস্তান আর্মির করায়ত্ত না হয়।
২৩ মার্চ পাকিস্তানি আর্মি হামলা করেনি। পাকিস্তানি সেনা আক্রমন চালায় ১৯৭১ এর ২৫ মার্চ রাতে। শহীদ বুদ্ধিজীবী এস,পি মুন্সী কবিরউদ্দিন কুমিল্লা পুলিশ লাইন এ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পাকিস্তানি সেনা বাহিনীর যুদ্ধাস্ত্রর বিপক্ষে টিকতে পারেনি তার প্রতিরোধ ইউনিট। ভোরের দিকে কুমিল্লা পুলিশ লাইন দখল করে নেয় পাকিস্তানি সেনারা।
অসংখ পুলিশ সদস্য কে হত্যা করা হয়। ২৬ মার্চ সকালে পাকিস্তানি সেনা বাহিনী শহীদ বুদ্ধিজীবী এস ,পি মুন্সী কবিরউদ্দিন আহমেদের সরকারী বাসভবনে হানা দেয়। স্ত্রী ,বৃদ্ধ মা ,পাচ সন্তানের আহাজারি পাকিস্তানি সেনাদের আটকাতে পারেনি। মুন্সী কবিরউদ্দিন এর বৃদ্ধ মা তাকে বুকে জড়িয়ে রেখেছিলেন। মাকে তিনি বলেছিলেন "মা ,আমি এক্ষুনি চলে আসবো ,তুমি চিন্তা করোনা "
এটাই তার শেষ যাওয়া , তিনি আর ফিরে আসেননি। তার লাশ পাওয়া যায় নি। ২৬ মার্চ কুমিল্লার ডি ,সি এবং এস, পি কে হত্যা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন