শহীদ বুদ্ধিজীবী এস ,এম ফজলুল হক
জন্ম :মোহনপুর, নওগা
জন্ম তারিখ :১৯৩২
রাজশাহী সরকারী কলেজের গণিতের অধ্যাপক ছিলেন। সংস্কৃতিমনা ছিলেন ,নাটক ও আবৃত্তি তে আগ্রহ ছিল তার। উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। ছাত্র অবস্থায় বিয়ে করে ছিলেন। এম.এস.সি পাস করেন ১৯৫৯ সালে। ১৯৬০ সালে নওগাঁ বি .এম .সি কলেজ এ লেকচারার পদে যোগদান করেন। ১৯৬৫ সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এ বদলি হন।
১৯৭১ র মার্চে নওগাঁ নিজ গ্রামের বাড়িতে চলে আসেন। সে সময় বাঙালি -বিহারী যুদ্ধ চলছিল বিভিন্ন জায়গায়।
১৯৭১ ২৫শে এপ্রিল ভোর রাতে পাকিস্তানি মিলিটারি শহীদ এস ,এম ফজলুল হক এর বাড়ি ঘিরে ফেলে। এলোপাথারি ব্রাশ ফায়ার চালায় পাকিস্তানি আর্মিরা। ফজলুল হক সহ তার মা ,নানী ,ভাই -বোন্ সবাই কে হত্যা করা হয়। তাদের বাড়িতে একই সাথে ১২ জন শহীদ হয়েছিলেন।
শহীদ ফজলুল হক এর নসীবে কবর জোটেনি ,নরপশুরা গর্ত করে শহীদদের মাটি চাপা দেয়।
******তথ্য গুলো কোনো ওয়েব থেকে পাওয়া যায় নি।**********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন