বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

রিভিউ সুলতান আতর

মিষ্টি, পুষ্পশোভিত, কাষ্ঠ,মাস্কুলিং, সুগন্ধ দিয়ে তৈরী হয় সুলতান আতর, জনপ্রিয় আতর এটি ও বহুল ব্যবহৃত।চন্দন ও মাস্ক ও ভ্যানিলা এর একটা সংমিশ্রণ আছে এই আতর টিতে। মূলত আরাবিয়ান রেসিপি, তবে আমাদের উপমহাদেশ অন্যতম জনপ্রিয়। 
এই সুগন্ধি টি পৃথিবীর প্রায় প্রতিটি দেশে একই নামে পাওয়া।  ব্র্যান্ড ও কেয়ালিটির   উপর দাম নির্ভর করে।  জাদুকরী মোহনীয়তা  উপলব্ধি  অনুভূত হয় সুলতান আতর ব্যাবহারে। মুসলমান সম্প্রদায়  জুম্মার  দিন  সুলতান  আতর  ব্যবহার করে, ঈদের সময় অনেকেই বেছে সুলতান।  

আল হারামাইন , আল রিহাব , আলমাস পারফিউম , সহ  জনপ্রিয় সকল ব্র্যান্ড এটি বাজারে বিক্রয় করে। এ ছাড়া  নন ব্র্যান্ড , এবং ডিসাইনার পারফিউম   উভয় ফর্মে পাওয়া যায় এটি। বাংলাদেশে ১০০ থেকে ৫০০০ টাকার  মূল্যমানের সুলতান আতর বিক্রি হয়ে থাকে।ঢাকার বায়তুল মুকাররম , চক বাজার, বসুন্ধরা সিটিতে  পাওয়া যায়। দেশের   অনলাইন ই কমার্স  সাইট গুলো বিক্রয় করে থাকে।  



আল হারামাইন এর সুলতান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন