সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .
গুনাহ না হতো , শুধু সওয়াব হতো , তো ভেবে দেখো কত ফাসাদ হতো
কার মনে কি লুকিয়ে আছে , একমাত্র সৃস্টিকর্তাই জানেন
হৃদয় যদি বেপর্দা হতো , তো ভেবে দেখো কত ফাসাদ হতো
নিশ্চুপ থাকার অভ্যাস ছিল আমার, যা কিছু বৎসর যাবৎ শুনে এসেছি
আমার মুখে যদি উত্তর থাকতো , তো ভেবে দেখো কত ফাসাদ হতো
আমি ভালো ছিলাম , তবুও তার চোখে সর্বসময় খারাপ আখ্যায়িত হতাম
আমি যদি সত্যিকার অর্থেই নিকৃষ্ট হতাম , তো ভেবে দেখো , কত ফাসাদ হতো
সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .
সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো .
কবিতা টি পাকিস্তানি উর্দু কোনো কবির , অসাধারণ একটা কবিতা , মর্মার্থ এবং গভীরতা বিশ্লেষণ করলে কবিতা টি বার বার পড়তে ইচ্ছে করে , আমার অত্যান্ত ভালো লাগলো তাই এর বঙ্গানুবাদ করলাম ,
সামনের দিনগুলোতে আরো কিছু কাজ করার ইচ্ছে আছে , আশা করি। .....
নিবেদক
তানভীর আলম খান
![]() |
সমুদ্র যদি পুরোটাই সারাব হতো ,তো ভেবে দেখো কত ফাসাদ হতো . |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন