বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

চীন - আমেরিকা রাজনীতি-- ট্রাম্প এবং জিংপিং বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্র এর  প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প চীন সফর করছেন ,  চীন সরকারের  রাষ্ট্রীয় স্বাগতম অনুষ্ঠানে যোগ দেন  মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প, সাথে ছিলেন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প।  বেইজিং  এ  গ্রেট হল অফ পিপল এ   অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতি বার সকালে । 

চাইনিজ প্রেসিডেন্ট সি জিংপিং  এবং ফাস্ট  লেডি  পেং লিয়ুয়ান  স্বাগতম  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।  চীন - যুক্তরাস্ট্র  দুটি দেশের মধ্যে  অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়ক আলোচনা ও বাণিজ্য চুক্তি হতে পারে। উত্তর কোরিয়া  নিয়ে  চীনা প্রেসিডেন্ট সি জিংপিং ও মার্কিন  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প  আলোচনা  করতে  পারেন। চীন -আমেরিকা বিশ্ব  রাজনীতি ও অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক দিক বিশ্লেষণ করলে সফরটি অত্যান্ত গুরুত্ব পূর্ণ।  






আলোকচিত্র - এএফপি , ০৯/১১/২০১৭  








তথ্য সূত্র- বিসনেস ইনসাইডার,  মেইল অনলাইন , এএফপি   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন